বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

ড্রেনে গরু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় কোরবানির জন্য কিনে আনা একটি গরু গতকাল ভোরে ড্রেনে পড়ে যায়। খবর পেয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় গরুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নগরীর ধর্মসাগর পশ্চিমপাশের ড্রিমপার্ক আবাসিক ভবনের বাসিন্দা মুহিববুল হক ছোটন বলেন, নিচ তলায় গরু বেঁধে রাখা হয়েছিল। ভোর ৫টায় চিৎকার শুনে এসে দেখি একটি গরু পানি পাশের ড্রেনে পড়ে গেছে। ড্রেনটি সরু হওয়ায় গরুটি নড়াচড়া করতে পারছিল না। সকাল ৯টায় একটি উদ্ধার করা হয়। গরুর মালিক সফিক কুমিল্লা সিটি করপোরেশনে চাকরি করেন। তিনি জানান, ভোরে গরুটি ড্রেনে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেই। তারা এসে উদ্ধার করেন।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, পানি নিষ্কাশনের ড্রেনটি সরু হওয়ায় গরু উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। পৌনে চার ঘণ্টার অভিযানে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

সর্বশেষ খবর