রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিজিবি-বিএসএফ ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রতিদিন ডেস্ক

বিজিবি-বিএসএফ ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গত বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ১১ পিলারের শূন্য রেখায় বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার নাঈমুল ইসলাম বিএসএফের ভারতীয় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই সুন্দর সিংকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। একই সময় মেইন পিলারের ২৮১-এর সাব ৩৯ পিলারের শূন্য রেখায় ভারতের চকগোপাল ক্যাম্প কমান্ডার এসআই মঙ্গল সিংকে মিষ্টি উপহার দেওয়া হয়। এদিকে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। ঈদের দিন সকালে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবি-বিএসএফের মাঝে এ মিষ্টি বিনিময় হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ইয়াসিন আলী ও বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার রমেশ কুমার দুই বাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দেন। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

সর্বশেষ খবর