রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হাট উন্নয়ন কাজে নিম্নমানের সামগ্রী

মেহেরপুর প্রতিনিধি

হাট উন্নয়ন কাজে নিম্নমানের সামগ্রী

নিম্নমানের ইটে চলছে হাটের সড়ক নির্মাণ -বাংলাদেশ প্রতিদিন

মেহেরপুরের গাংনীর বামন্দী পশু হাটের ৫৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি দেখে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গাংনী উপজেলার বামন্দী পশু হাট দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী হাট। এ হাট থেকে প্রতি বছর প্রায় ৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়। গত ১৪২৯ বঙ্গাব্দ হাট উন্নয়নের জন্য ১৫ শতাংশ আয়কর হিসেবে বামন্দী ইউনিয়ন বরাদ্দ পায় ৫৩ লাখ টাকা। এ অর্থ দিয়ে পশু হাটের কিছু অংশ ইট সোলিং করার প্রকল্প নেয় ইউনিয়ন পরিষদ। গত ১৭ জুন আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন এমপি সাহিদুজ্জামান খোকন। তখন স্থানীয়রা এমপির কাছে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ করেন। সে সময় হাটের কাজে আর নিম্নমানের ইট ব্যবহার করা হবে না বলে জানালেও একই ইট দিয়েই কাজ অব্যাহত রাখা হয়। পরে স্থানীয়রা বাধা দিলে কাজ বন্ধ করে দেওয়া হয়। বামন্দী বাজারের ব্যবসায়ী আবদুস সাত্তার জানান, ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল ও তার ১২ মেম্বর ৫৩ লাখ টাকার কাজ ভাগাভাগি করে নেন। প্রকল্পের শ্রমিকরা চেয়ারম্যানের উপস্থিতিতেই নিম্নমানের ইট ব্যবহার করছেন। সামান্য বৃষ্টি আর গরুর পায়ের চাপায় ওই সব ইট ভেঙে যাচ্ছে। চেয়ারম্যান জানান, ইট নিম্নমানের নয়, দেখতে খারাপ মনে হওয়ায় সেগুলো সরিয়ে ফেলা হবে। গাংনীর ইউএনও সাজিয়া সুলতানা সেতু জানান, ইটের মান খারাপ হলে তা অবশ্যই বদলে ফেলতে হবে। বিষয়টি তিনি দেখবেন।

সর্বশেষ খবর