রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কুমার নদ খননে সুফল নেই

ফরিদপুর প্রতিনিধি

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, ‘আমরা কুমার নদকে হারিয়ে ফেলেছি। ঐতিহ্যবাহী এই নদ খাল হয়ে গেছে। প্রায় ৩০০ কোটি টাকা খরচ করে কুমার নদ খনন করা হলো। কিন্তু এর কোনো সুফল পেলাম না। পাশাপাশি নদটি প্রতিনিয়ত যেভাবে দূষণ করা হচ্ছে, তা আগামীতে ভয়াবহ ঘটনা ঘটতে পারে।’ সম্প্রতি ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক কে এম কাবিরুল ইসলাম। অন্যদের মধ্যে আশিক সাঈদ, অমিতাভ বোস,  আবদুর রাজ্জাক প্রমুখ বক্তৃতা করেন।

 চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসার, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, বিআইডব্লিউটিসির পরিবহন পরিদর্শক মো. সুজন মৃধা, শরীয়তুল্লা বাজার বণিক সমিতির সভাপতি নূরুল ইসলাম মোল্লা প্রমুখ বক্তব্য দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর