রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ঝিনাইদহে হাত বাড়ালেই মিলছে মাদক

প্রতিদিন ডেস্ক

ঝিনাইদহে হাত বাড়ালেই মিলছে মাদক। জেলায় গাঁজা থেকে শুরু করে ভারতীয় মদ, বাংলা মদ, ইয়াবা, ফেনসিডিলসহ নানারকম মাদক কেনাবেচা হয়। এতে শিক্ষার্থীসহ তরুণ-যুবকরা বিপথগামী হচ্ছে। সূত্র জানায়, প্রতিদিন প্রায় ১ হাজার পিস ইয়াবা ও ৫০০ বোতল ফেনসিডিল বিক্রি হয় শুধু সদর উপজেলায়। ভারত সীমান্তের খুব কাছে হওয়ায় অল্প সময়ে আমদানি নিষিদ্ধ ফেনসিডিল, ইয়াবা, গাঁজা মহেশপুর উপজেলা ও চুয়াডাঙ্গা জেলা হয়ে মাদকসেবীদের হাতে পৌঁছে যায়। এ ছাড়া কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে মাদকের চালান সরবরাহ করা হয় বলে অনুসন্ধানে উঠে এসেছে। যশোরের বেনাপোল থেকেও ঝিনাইদহে ঢুকছে ইয়াবা ও গাঁজার চালান। এই চালান জেলার বিভিন্ন খুচরা মাদক বিক্রেতার হাতে পৌঁছে দিতে কাজ করছে একটি চক্র। জেলার সচেতন নাগরিক সমাজ মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে স্থানীয় প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়াসহ জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, মাদকের বিরুদ্ধে আমরা  কাজ করে যাচ্ছি। মাদক ব্যবসা ও সেবনের খবর পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর