রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই : ডেপুটি স্পিকার

মেহেরপুর প্রতিনিধি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, বিশ্বের মোড়লরা একেকটি দেশকে একেকভাবে বিবেচনা করে কথা বলে। একটি দেশের নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা সংবিধানসম্মতভাবেই চলে। এক্ষেত্রে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা সমুচিত নয়। আগামী নির্বাচন সাংবিধানিকভাবেই হবে। নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। গতকাল মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন এম এ খালেক, আবদুস সালাম, আজিজুল ইসলাম, রাফিউল আলম, আহম্মেদ আলী, সাজিয়া সিদ্দীকা সেতু।

 

সর্বশেষ খবর