সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দুই জেলায় বজ্রপাতে তিনজনের প্রাণহানি

জামালপুর ও নেত্রকোনা প্রতিনিধি

জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক গার্মেন্ট কর্মী ও গরু চরাতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। পৌর এলাকার বানিয়াবাজার এবং হটচন্দ্রায় গতকাল বিকালে এ বজ্রপাতের ঘটনা ঘটে। সদর থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, দুপুরে বানিয়াবাজারের পাশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান আবদুল খালেক, দেলোয়ার ও শাহজাহান। এ সময় বজ্রাঘাতে আহত হয়ে নদের পানিতে পড়ে মারা যান খালেক। আহত হন দেলোয়ার ও শাহজাহান। এদিকে হাটচন্দ্রায় ঝিনাই নদীর চরে গরু চরাতে যান একই এলাকার কৃষক মোয়াজ্জল। এ সময় বৃষ্টি ও ব্যাপক বজ্রপাত শুরু হলে তিনি সেখানেই অবস্থান করছিলেন। একপর্যায়ে বজ্রপাতে মোয়াজ্জলের মৃত্যু হয়। মারা যায় তার দুটি গরুও।এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় বিলে মাছ ধরতে গিয়ে তুষার মিয়া (২৫) নামে যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। তুষার পিজাহাতি গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর