মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নদী থেকে বালু তোলা বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে বালু তোলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের কৃষকরা। গতকাল বেলা ১১টায় দেবডাঙ্গা বাজার মোড়ে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন নারাপালা গ্রামের কৃষক মজনু মিয়া, লিমন খাঁ, বাবুল খাঁ, শাহা আলম মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তুহিন ম ল, উপজেলা কৃষক লীগ নেতা সাজেদুর রহমান, শিক্ষক আবদুর রাজ্জাক, ইউপি সদস্য আবদুল হামিদ, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ। কৃষক মজনু মিয়া বলেন, কয়েক মাস আগে কর্ণিবাড়ী ইউনিয়নের নারাপালা মৌজায় বালু তোলার ইজারা দিয়েছিল সরকার। ইজারাদাররা সরকারের নির্দিষ্ট করে দেওয়া মৌজার বাইরেও বালু তুলছেন। এতে কৃষি জমি হুমকিতে রয়েছে। ইতোমধ্যে নদী ভাঙনে বেশকিছু জমি বিলীন হয়েছে। অবিলম্বে যমুনা নদী থেকে বালু তোলা বন্ধ করা যমুনাপাড়ের মানুষের প্রাণের দাবি।

সর্বশেষ খবর