মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা খালাস শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে বিদেশি জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়েছে। কয়লা বোঝাই এমভি পাভো ব্রেইভ নামের জাহাজটি গতকাল ৯টার দিকে সরাসরি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে নোঙর করেছে। এর পরই কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এ জাহাজটি পায়রা বন্দরের উদ্দেশে যাত্রা করে। শনিবার রাতে জাহাজটি বন্দরের রাবনাবাদ চ্যানেলের বহির্নোঙরে আসে। রবিবার সকালে রাবনাবাদ চ্যানেলের ইনার অ্যাংকরজে নিয়ে আসে পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানী।

 

সর্বশেষ খবর