মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ছয় দিন পর হিলিতে আমদানি রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভিতরের সব কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এতে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে ঈদের আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু-একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে বন্দরের আমদানি রপ্তানিকারকগণ এক বৈঠকের পর বন্ধ ঘোষণা করে।

সর্বশেষ খবর