বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা ‘স্বপ্নযাত্রা’

লক্ষ্মীপুর প্রতিনিধি

গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা ‘স্বপ্নযাত্রা’

সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। অসহায়, দুস্থ, প্রতিবন্ধীসহ সব শ্রেণি-পেশার মানুষকে সেবা দিতে প্রতিটি গ্রাম-গঞ্জে যাচ্ছে ‘স্বপ্নযাত্রা’ নামের অ্যাম্বুলেন্স সার্ভিস। এতে সাধারণ মানুষ সহজে সেবা নিতে পারবে। কমবে দুর্ভোগসহ নানা হয়রানি। জানা যায়, প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে গ্রামীণ পর্যায়ে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু করা হয় ‘স্বপ্নযাত্রা’ নামের অ্যাম্বুলেন্স সেবা। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বর্তমান জেলা প্রশাসক একটি অ্যাম্বুলেন্স দিয়ে জেলার রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নে এ কার্যক্রম শুরু করে। একই সঙ্গে এর সেবাপ্রাপ্তির স্বপ্নযাত্রা নামের একটি অ্যাপসও উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে একটি অ্যাম্বুলেন্স দিয়ে শুরু হওয়া কার্যক্রমটি এখন পরিচালিত হচ্ছে ১৭টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে। এগুলো ক্রয় বাবদ খরচ হয়েছে ৩ কোটি ৯০ লাখ টাকা। এ অ্যাম্বুলেন্সগুলো জেলার ৫৮টি ইউনিয়ন পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে। এ যাবৎ ১৫৯৬ জন রোগী পরিবহন হয়েছে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সের মাধ্যমে। জেলা ও উপজেলা প্রশাসনের তহবিল থেকে কেনা হয়েছে অ্যাম্বুলেন্সগুলো। ২৪ ঘণ্টায় সদরসহ জেলার ৫টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে ‘স্বপ্নযাত্রা’। লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর জানান, জেলার গ্রামীণ পর্যায়ের প্রান্তিক মানুষ অসুস্থ হলে খুব সহজে এ অ্যাম্বুলেন্সের মাধ্যমে জেলা-উপজেলা ও ঢাকা-চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার হাসপাতালগুলোতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়ে সুস্থ হয়ে উঠছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর