বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শতবর্ষী পুকুর রক্ষায় তিন সচিবসহ আটজনকে বেলার নোটিস

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রায়েন্দা শতবর্ষী সেই পুকুর রক্ষায় তিন সচিবসহ আটজনকে আইনি নোটিস পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। নোটিসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবসহ পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট পরিবেশ অধিদফতর উপপরিচালককে বেলার পক্ষে সোমবার নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী এস হাসানুল বান্না। শরণখোলা উপজেলা সদরের ৫ হাজারেরও বেশি পরিবারের একমাত্র মিষ্টি পানির আধার রায়েন্দা সরকারি শতবর্ষী পুকুর করে জেলা পরিষদের মার্কেট নির্মাণ বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে নোটিস প্রেরণের সাত দিনের মধ্যে বাদীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় দোকানঘর ও গাইডওয়াল নির্মাণ ও পুকুরের শ্রেণি পরিবর্তনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল জানান, রায়েন্দা শতবর্ষী পুকুর রক্ষায় বেলার পক্ষ থেকে তিন সচিবসহ আটজনকে বিবাদী করে লিগ্যাল নোটিস দেওয়া হয়েছে। নোটিস প্রেরণের সাত দিনের মধ্যে এ সংক্রান্ত গৃহীত পদক্ষেপ বাদীকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় বিবাদীদের নামে মামলা করা হবে। উল্লেখ্য, বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারে অবস্থিত ৫ হাজারের অধিক পরিবারের মিঠা পানির একমাত্র উৎস শতবর্ষী রায়েন্দা সরকারি পুকুরটির একাংশ ভরাট করে মার্কেট নির্মাণের জন্য ২০২২ সালের ১৭ জুলাই ইজারা বন্দোবস্ত দেন জেলা পরিষদের চেয়ারম্যান। জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা অম্বরিশ রায়, শিরিন সুলতানা রুমি, মো. আসাদুজ্জামান খান, উজ্জলা সাহা, মৌসুফা নুর মুমু, মো. ইমরান উদ্দিন শুভ ও শিশির কুমার সাহাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা ও তাদের স্ত্রীদের নামে এই ইজারা বন্দোবস্ত দেওয়া হয়। গত ২০ জুন জেলা পরিষদ থেকে এ সংক্রান্ত একটি পত্র শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে আসার পর বিষয়টি প্রকাশ পেলে এনিয়ে বাংলাদেশ প্রতিদিনসহ শীর্ষস্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে। স্থানীয়রা পুকুর রক্ষায় শুরু করে মিছিল, সমাবেশ, মানববন্ধন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর