বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার না হওয়ায় অসন্তুষ্ট ব্যবসায়ীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর শহরে ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুটের ঘটনার প্রায় এক মাস পার হলেও লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার হয়নি। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী দোকান মালিক অপু কর্মকারসহ বাজুস নেতারা। ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়ে তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এখন বাসায়। তবে তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। এ ছাড়া জুয়েলারি ব্যবসা নিয়েও শঙ্কিত তিনি। গতকাল বিকালে তাকে দেখতে যান বাজুস নেতারা। এ সময় তার খোঁজ-খবর নেন তারা। ভুক্তভোগী অপু কর্মকার জানান, ডাকাত দল তাকে কুপিয়ে দোকানের স্বর্ণালংকার লুটে নিয়েছে। নতুন করে ব্যবসা শুরু করার মতো আর্থিক অবস্থা নেই তার। চিকিৎসার পেছনে সব টাকা খরচ হয়ে যাচ্ছে। বাজুস জেলা সভাপতি হরিহর পাল বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে বাজুস কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। সদর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ডাকাতির ঘটনায় সব আসামিকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৭ জুন সন্ধ্যার পর সাত থেকে আটজনের একদল ডাকাত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে লক্ষ্মীপুর শহরের ‘আর. কে. শিল্পালয়’ নামে ওই সোনার দোকান ডাকাতি করে। পরে ডাকাত দল দোকান মালিক অপু কর্মকারকে কুপিয়ে দোকান লুট করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর