বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বীরগঞ্জে কাঁচা সড়কেই ৫০ বছর

দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জে কাঁচা সড়কেই ৫০ বছর

দিনাজপুরের বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের প্রধান সড়কে স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পার হলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। এখনো কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছেন এখানকার ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ। বিশেষ করে বর্ষার সময় চলাচল করা কঠিন হয়ে পড়ে। বারবার বিভিন্ন জনপ্রতিনিধি আশ্বাস দিলেও গ্রামের মাঝ দিয়ে চলে যাওয়া মাটির রাস্তাটির উন্নয়ন হয়নি। এ ব্যাপারে স্থানীয় আসাদ, সাব্বিরসহ কয়েকজন জানান, শীতলাই গ্রামে দুটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান, একটি স্বাস্থ্য কেন্দ্র ও শীতলাই আলিম মাদরাসা রয়েছে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা  আসে। এখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠলেও রাস্তার পরিবর্তন হয়নি। এ ব্যাপারে স্থানীয় সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, বর্ষার সময় হেঁটে চলাও কষ্টকর। ফসল পরিবহন নিয়ে সমস্যায় পড়েন কৃষক। প্রায় ২ কিলোমিটার রাস্তা পাকা করা হলেই এ এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। বারবার সংশ্লিষ্টদের জানানো হলে তারা বলেন, তালিকা করা হয়েছে, রাস্তার উন্নয়ন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর