বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জিনের বাদশাহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জিনের বাদশাহ গ্রেফতার

কথিত জিনের বাদশাহ পরিচয়ে ৩ হাজার ২১ জন ফেরেস্তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মনসুর আলী ওরফে টেক্কা (৪৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান। এর আগে সোমবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার টেক্কা গোবিন্দগঞ্জ উপজেলার সাপগাছি হাতিয়াদহ গ্রামের এনতাজ আলীর ছেলে। র‌্যাব জানায়, মনসুর আলী ওরফে টেক্কা নিজেকে জিনের বাদশা পরিচয়ে ভিকটিমকে গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে ফেরেস্তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি ১৫ এপ্রিল মহাদেবপুর থানায় একটি মামলা করেন। এরপর থেকে আসামিরা বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর