বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ডায়রিয়ায় একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু

জামালপুর ও বান্দারবান প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন দিনে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার দড়িপাড়া গ্রামের ফজলুল হকের স্ত্রী খুকুমণি (৩০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকালে খুকুমণির ননদ জায়েদা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে রাতে মারা যান। সোমবার খুকুমণির জা আবদুল আফরোজা বেগম (৫০) ও তার ২ ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হলে তাদের শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। গতকাল আফরোজা বেগমের মৃত্যু হয়। তার দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ঢাকায় স্যাম্পল পাঠানো হয়েছে। অপরদিকে বান্দরবানের থানচিতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৬৮ বছর। অপরজন সপ্তম শ্রেণির ছাত্রী। তারা মারা গেছেন আক্রান্ত হওয়ার এক ঘণ্টার মধ্যে। গতকাল তিন্দু ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য জমারুং ত্রিপুরা ডায়রিয়ায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন তিন্দু ইউনিয়নের কামা চন্দ্র ত্রিপুরার মেয়ে রুমাতি ত্রিপুরা (১৫) এবং চন্দ্র ত্রিপুরা (৬৮)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর