বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শোরুমের কর্মচারীকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে একটি ইলেকট্রনিক্স পণ্যের শোরুমের কর্মচারীকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ ঘটনায় এসি, ফ্রিজসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি শোরুম মালিকের। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে লালমিয়া বেপারির মার্কেটের ‘পপুলার ট্রেড হাউস’ নামের শোরুমে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

কর্মচারী সাজ্জাত হোসেন বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে শোরুমের সাটারের সব তালা বন্ধ করে রুমে ঘুমাতে যাই। মাঝরাতে সাটারের তালা ভেঙে ৫-৬ জন ডাকাত শোরুমে ঢুকে অস্ত্রের মুখে আমাকে বেঁধে ফেলে। পরে মালামাল লুট করে পিকআপে নিয়ে যায়। পপুলার ট্রেড হাউসের স্বত্বাধিকারী আবদুল লতিফ মিয়া বলেন, রাত ৪টার দিকে কর্মচারীর মাধ্যমে জানতে পারি শোরুমে ডাকাতি হয়েছে। ভোর ৬টায় শিবচর থানায় জানাই। নগদ টাকাসহ, টিভি, ফ্রিজ, গ্যাসের চুলা, প্রেসার কুকার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্য লুট করেছে ডাকাত দল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে মালামাল উদ্ধারসহ অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানাই। শিবচর থাকার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি ডাকাতি না, চুরি-টুরি হবে। বিষয়টি সন্দেহজনক। আমরা খতিয়ে দেখছি।

সর্বশেষ খবর