বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু

নোয়াখালী ও ময়মনসিংহে পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- নোয়াখালী :  জেলার পৃথক স্থানে গতকাল পানিতে ডুবে দুই ভাইসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কবিরহাটের রামেশ্বপুর গ্রামের আবু নাছেরের ছেলে রিফাত (৯) ও রিফান (৭), সুবর্ণচরের চর বৈশাখী গ্রামের হোসেনের মেয়ে রিয়া (৯) ও হোসেনের ভাই সালাউদ্দিনের মেয়ে নাসরিন (১১) এবং হাতিয়ার লামছরি গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে নিহা (৫)। কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, দুপুরে রিফাত ও রিফান পুকুরের পাশে খেলছিল। এ সময় তারা পানিতে ডুবে যায়। হাতিয়া থানার এএসআই জহির জানান, সকালে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে ডুবে মারা যায় নিহা। চর বৈশাখী গ্রামের রিয়া ও তার চাচাতো বোন নাসরিন দুপুরে পানিতে পড়ে নিখোঁজ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ : মুক্তাগাছা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মাবিয়া (১০) ও মরিয়ম (১৪)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গরবাজাইল গ্রামে এ ঘটনা ঘটে। তারা ঢাকার মিরপুর এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। পুলিশ জানায়, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে আসে চাচাতো বোন মাবিয়া ও মরিয়ম। মঙ্গলবার সন্ধ্যায় দুই বোন বাড়ির কাছে পুকুরের পাশে খেলছিল। অসাবধানতাবশত প্রথমে মাবিয়া পানিতে পড়ে যায়।

সর্বশেষ খবর