বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শতবর্ষী গাছে গোড়া থেকে ধরেছে কাঁঠাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

শতবর্ষী গাছে গোড়া থেকে ধরেছে কাঁঠাল

সৈয়দপুরে শতবর্ষী কাঁঠাল গাছের সন্ধান মিলেছে। গাছটিতে ফল ধরেছে গোড়া থেকে আগা পর্যন্ত। আশ্বিন মাসে এ কাঁঠাল পাকে বলে আঞ্চলিক ভাষায় আশ্বিনা কাঁঠাল গাছও বলা হয়। শত বছর বয়সী গাছটির অবস্থান শহরের নতুন বাবুপাড়ার শহীদ ডা. বদিউজ্জামানের বাড়িতে। ওই বাড়িতে বসবাস করছেন শহীদ পরিবারের পুত্রবধূ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। প্রাচীন কাঁঠাল গাছের বিষয়ে কথা হয় এমপিপুত্র ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদের সঙ্গে। তিনি জানান, কাঁঠাল গাছটি রোপণ করেছিলেন আমার দাদা শহীদ ডা. বদিউজ্জামান। গাছটির বয়স ১০০ বছর হয়েছে। তাদের বিশ্বাস মতে পরিবারের কোনো সদস্য রাতে এ গাছতলায় আসেন না। এ পথ নিরিবিলি হওয়ায় গাছের পাশ দিয়ে জিন ও পরী যাতায়াত করে। এ জন্য গাছটিতে প্রতি বছর কাঁঠাল ধরে গোড়া থেকে আগা পর্যন্ত। সৈয়দপুর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস জানান, তাপমাত্রার তারতম্যের কারণে গাছের গোড়ায় কাঁঠাল ধরে। তিনি বলেন, গাছের ওপরে তাপ বেশি হলে নিচে প্রজনন ঘটে। সাধারণত পুরুষ ফল ওপরে ধরে। রংও হয় ধুসর বর্ণের। আবার তাড়াতাড়ি পচেও যায়।

বাতাসের মাধ্যমে পুরুষ ফলে পরাগরেণু স্ত্রী ফলের গর্ভমুখে প্রবেশ করে ফলের সৃষ্টি হয়। এ গাছটির বেলায়ও এমন ঘটতে পারে।

সর্বশেষ খবর