বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বাঘায় মাদকের চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলের বড় চালান জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বাঘা থানার আলাইপুর গ্রামের জামালের আমবাগান থেকে ৭৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় ভারতীয় নাগরিকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- আলাইপুর গ্রামের চপল আলী এবং ভারতের মুর্শিদাবাদ জেলার কাগমারির জামরুল শেখ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতার ভারতীয় নাগরিক জামরুল মঙ্গলবার রাতে ফেনসিডিলের চালান নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা ওই ফেনসিডিল জামালের আমবাগানে গ্রহণ করবে এমন তথ্য পান গোয়েন্দা শাখার সদস্যরা। জামরুল ফেনসিডিলের বস্তা হস্তান্তরের সময় ডিবি সদস্যরা সেখানে উপস্থিত হন। এ সময় তিন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জামরুল জানান, এর আগেও তিনি মাদকের বড় চালান বাংলাদেশে এনেছেন। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেনসিডিল বহন করতে সুবিধা হয়। বস্তা টিউবের সঙ্গে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেন। জিজ্ঞাসাবাদে চপল জানান, তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করছেন। বাঘা থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তিনি। তার নামে থানায় পাঁচটি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর