বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে আবদুল্লাহ শাহ (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্র কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ কারাদণ্ডের আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ শাহ রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ভাটোপাড়া গ্রামের মৃত আবদুল গনি শাহ ছেলে। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ৯ জুলাই সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া শামীম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালায় র‌্যাব-১২-এর সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ শাহ পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৩২১ গ্রাম হোরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মোশতাক আহম্মেদ সলঙ্গা থানায় মামলা করেন।

মামলা চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় আবদুল্লাহ শাহকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

সর্বশেষ খবর