শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সড়কে সাত জেলায় নিহত ৮

প্রতিদিন ডেস্ক

সড়কে সাত জেলায় নিহত ৮

চকরিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত পিকআপ

দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : শেরপুর উপজেলায় গতকাল কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষে পিকআপচালক পিন্টু (২০) ও জেলা সদরের মাটিডালী এলাকায় ট্রাকচাপায় আল ইমরান (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

চট্টগ্রাম : দোহাজারী পৌরসভা এলাকায় বাসের ধাক্কায় জসিম উদ্দীন নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার বরুদখানা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আনন্দভ্রমণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১২ জন আহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

হবিগঞ্জ : চুনারুঘাটের কচুয়া গ্রামে সকালে বালুবোঝাই ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেল আল আমিন (২৫) নামে এক শ্রমিকের। আল আমিন উপজেলার কচুয়া গ্রামের জহুর হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ : নাচোলে ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত হয়েছেন এর চালক আবদুল মতিন (৩২)। মতিনের বাড়ি উপজেলার সূর্যপুর গ্রামে। সকালে নাচোল-ধানসুরা সড়কের গনইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলা : বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মানিক লাল মজুমদার (৪০) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাগনে তন্ময় (১৪) আহত হয়েছে। মানিক লালমোহন উপজেলার তারাগঞ্চ গ্রামের বাসিন্দা।

গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন বেলাল হোসেন (২০) নামে এক যুবক। সকালে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বেলাল পলাশবাড়ী উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা।

চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সকালে বাস-পিকআপ সংঘর্ষে পিকআপচালক সেলিম উদ্দিন (৫০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পিকআপের হেলপার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর