শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কুড়িগ্রামে পাঁচ ডেঙ্গু রোগী শনাক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পাঁচ ডেঙ্গু রোগী শনাক্ত

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী -বাংলাদেশ প্রতিদিন

কুড়িগ্রামে হঠাৎ ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে ঈদ-পরবর্তী সময়ে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বেশ কয়েকজন। পরীক্ষার পর পাঁচজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। হাসপাতালে ডেঙ্গু ইউনিট চালু না থাকায় মেডিসিন ওয়ার্ড ও বিশেষ কেবিনে এ রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানান, জেলায় ডেঙ্গু রোগী বাড়লেও তা এডিশ মশার কামড়ে হচ্ছে না। এসব রোগী ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে ঈদের ছুটিতে বাড়ি এসে জ্বরে আক্রান্ত হচ্ছেন। কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, গত ১০-১২ দিনে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন পাঁচজন। এদের সবাই ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয় শহরে চাকরি করেন। একজন পুলিশ সদস্যও রয়েছেন। জেনারেল হাসপাতাল ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি বলে জানান চিকিৎসকরা। জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মঈনুদ্দীন আহমেদ বলেন, ‘ঈদ-পরবর্তী কুড়িগ্রামে ঢাকা ও চট্টগ্রাম থেকে ছুটিতে আসা কয়েকজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সর্বশেষ খবর