শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বাগানে নারীর, গাছে কৃষকের ঝুলন্ত লাশ

ফরিদপুর ও মাদারীপুর প্রতিনিধি

বাগানে নারীর, গাছে কৃষকের ঝুলন্ত লাশ

ফরিদপুরের সালথায় গাছে ঝুলন্ত আফজাল মোল্যা (৭৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার হয়েছে। উপজেলার ইউসুফদিয়া উত্তর পাড়ার ভদ্রপাড়া থেকে গতকাল লাশটি উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, আফজাল মোল্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যে নির্জন জঙ্গল ও জমির মাঠে একাকী ঘুমিয়ে থাকতেন। ঘটনার দিন ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে বাড়ির অদূরে আমগাছের ডালে ফাঁস নেন তিনি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে মাদারীপুরের শিবচরে ঝর্ণা (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার মাদবরের চর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামে বাঁশবাগান থেকে গতকাল বেলা ১১টায় লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার হাকিম আলী মুন্সীর মেয়ে ও নড়াইল জেলার খোকন বিশ্বাসের স্ত্রী। পুলিশ জানায়, ঝর্ণা পেশায় শ্রমিক। স্বামী খোকন বিশ্বাসকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন তিনি।

সর্বশেষ খবর