শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কুড়িগ্রামে আবার চড়া কাঁচা মরিচের দাম

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে আবার চড়া দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। কিছু শাক সবজি ও মাছের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে কাঁচামরিচের দাম। বিক্রেতারা বলছেন, বাজারে মরিচের সঙ্কট রয়েছে। ক্রেতারা বলছেন, সরকারের নজরদারি না থাকায় ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। জেলার জিয়াবাজার ও পৌরবাজারের কাঁচা বাজার ঘুরে জানা যায়, গতকাল প্রতি কেজি মরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে অসুবিধায় পড়েছেন মধ্য ও অল্প আয়ের মানুষ। কেউ কেউ শুকনো মরিচ দিয়ে রান্নার কাজ সারছেন। পৌরবাজারে কাঁচা মরিচ কিনতে আসা আবদুল জলিল জানান, তিন দিন আগে ২০০ থেকে ২৫০ টাকায় প্রতি কেজি মরিচ কিনেছি। এখন আবার বেড়ে ৪০০ টাকা হওয়ায় ২৫০ গ্রাম মরিচ কিনলাম। জিয়াবাজারের মরিচ ব্যবসায়ী মোসলেম উদ্দিন বলেন, এখন আমদানি কিছুটা কমে যাওয়ায় আবার মরিচের দাম বেড়েছে। আমরা বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে ক্ষতিতে পড়তে হবে। মরিচ ব্যবসায়ী নুর ইসলাম জানান, চরে অনেক জায়গায় খেতে বন্যার পানি ঢুকে পড়ায় মরিচে পচন ধরেছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো:রাসেদুল হাসান জানান,ক্রয়কৃত দামের চেয়ে যদি বিক্রেতারা বেশি দামে বিক্রি করেন রশিদ দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এছাড়াও কেউ যদি মজুদ করে রাখে তা প্রমাণ পাওয়া যায় তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর