শিরোনাম
রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ঐতিহ্যবাহী লাঠিখেলা

টাঙ্গাইল প্রতিনিধি

ঐতিহ্যবাহী লাঠিখেলা

টাঙ্গাইলের গোপালপুরে হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। এ আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সের নারী-পুরুষ। উপজেলার ঝাওয়াইল খেলার মাঠে শুক্রবার বিকালে লাঠিখেলার আয়োজন করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ। লাঠিখেলা ঘিরে বসে এক গ্রামীণ মেলা। প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ওরফে ঠাণ্ডু। শাহজাহান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রকিবুল হক ছানা, আয়েশা সিদ্দিকা লাকী, মরিয়ম আক্তার মুক্তা, মিজানুর রহমান তালুকদার প্রমুখ। খেলা দেখতে আসা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, এক সময় লাঠিখেলা খুব জনপ্রিয় ছিল। বৈশাখী মেলা, বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে আনন্দ দিতে এ খেলার আয়োজন করা হতো। এখন আর তেমন দেখা যায় না। অনেক দিন পর ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে পেরে খুব ভালো লাগছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর