শিরোনাম
রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ছাত্রদলের কমিটি নিয়ে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বিরোধে উত্তেজনা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ায়। গত শুক্রবার সন্ধ্যায় নবগঠিত কমিটির আহ্বায়ক ও তার সহযোগীদের ওপর হামলা করেছেন সদ্য সাবেক কমিটির নেতারা। ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগরের নবনির্মিত শেখ হাসিনা সড়কের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমানের ওপর চড়াও হলে তিনি তিতাস নদীতে নেমে আত্মরক্ষা করেন। সঙ্গে থাকা বিশাল নামে এক কর্মী হামলায় আহত হন। এ ঘটনার পর সদ্য সাবেক আহ্বায়ক ও সদস্য সচিবকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। জানা যায়, গত ৮ জুন মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে শাহিনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তীকে করা হয়। এর পর উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া। পদবঞ্চিতরা দলের সিনিয়র নেতা-কর্মীর বাড়িতে হামলা করে। এ ছাড়া বিবাদমান দুই পক্ষ একাধিকবার সংঘর্ষেও জড়ায়।

সর্বশেষ খবর