রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর, আটক ১

ভেঙে ফেলা হয় জেলা প্রশাসক কার্যালয়ের দরজা-জানালার কাচ

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় এক যুবক। তাকে বাধা দিতে গেলে সদর থানার এসআই মামুনুর রশিদ আহত হন। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। বিষয়টি তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আটক নাসির উদ্দীন হরিপুর উপজেলার মারাধার পারুল পাড়ার আবদুল লতিফের ছেলে।

পুলিশ জানায়, সকালে জেলা প্রশাসক ভবনের তালা ভেঙে নাসির ভিতরে ঢুকে ৩১টি জানালার থাই গ্লাসসহ মুজিব কর্নারের সব কাচ ও দরজা ভাঙচুর করে। শব্দ শুনে নৈশপ্রহরী এগিয়ে এলে তার ওপর চড়াও হয়। নৈশপ্রহরী থানায় খবর দিলে পুলিশ এসে নাসিরকে বাধা দিলে হামলার শিকার হন এসআই মামুনুর রশিদ। পরে স্থানীয় জনতা ও পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। জেলা প্রশাসক বলেন, আমরা আইনি ব্যবস্থা নেব। এ ছাড়া এখানে যে দায়িত্বে ছিলেন তার ভূমিকা কী ছিল সেটাও দেখা হবে। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় আমরা নাসির উদ্দীনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও কেউ জড়িত আছে কি না ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর