রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশের কারিগর : পলক

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আজকের শিক্ষার্থীদের আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার মানুষে পরিণত হবে নতুন প্রজন্ম। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগী করে গড়ে তুলতে হবে। নাটোরের সিংড়ায় ৪৩টি কিন্ডারগার্টেনে ১৬৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে গতকাল সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। চলনবিল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, ইউএনও (ভারপ্রাপ্ত) আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি।

সর্বশেষ খবর