রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কলকাতার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠক

গাজীপুর প্রতিনিধি

ভারতের কলকাতার বিশিষ্ট শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি গতকাল বিশ্ব বাঙালির অভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফরম বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আমন্ত্রণে ভারতের কলকাতায় গমন করেন। চার দিনের সফরে উপাচার্য দেশটির জেআইএস বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পাশাপাশি কলকাতার সুশীল সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন। উপাচার্যের বৈঠকে বাংলাদেশ তথা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যকার আন্তঃসম্পর্ক উন্নয়ন, গবেষণা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান গতকাল এ তথ্য জানান। বিশিষ্টজনদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘বিজ্ঞান শিক্ষা, আইসিটি প্রশিক্ষণ ও অ্যাকাডেমিক কারিকুলামের মান বৃদ্ধির জন্য বাংলাদেশ এবং ভারতের শিক্ষক এবং শিক্ষার্থীদের বিনিময় অব্যাহত রাখা অপরিহার্য। এতে নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন হবে।’ প্রাচ্য অঞ্চলের নিজস্ব শিক্ষার যে দীক্ষা এবং শক্তিমত্ত্বা সেটি যেন আরও প্রবলভাবে চর্চা করা যায় সেটির বিষয়ে উপাচার্য গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর