শিরোনাম
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৭

কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাস

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ সাতজন নিহত হয়েছেন। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-

পঞ্চগড় : পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার রাতে সদর উপজেলার বোর্ডবাজার ও গভীর রাতে দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সুন্দরদিঘি ইউনিয়নের রিপন চন্দ্র রায়ের ছেলে সবুজ কুমার (১৮), দেবীডুবা ইউনিয়নের দেবেন্দ্রনাথ রায়ের ছেলে দীপু রায় আপন (১৭) ও আজহারুল। এদের মধ্যে সবুজ ও দীপু মামা-ভাগ্নে। নরসিংদী : নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আবদুল আলিম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আলিম হবিগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনার শিকার মাইক্রোবাসের চালক ছিলেন। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পাশে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার শাকিল খান (১৯) ও পাবনার সুজানগরের রবিউল ইসলাম টুটুল (২০)। কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে মামুন (৩৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় ওই বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। এদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল পাঠানো হয়েছে। গতকাল দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর