শিরোনাম
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কয়লা নিয়ে আরও এক জাহাজ পায়রায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙর করেছে ‘এমভি ওয়াই এম সামিট’ নামে আরও একটি বিদেশি জাহাজ। গত রবিবার শেষ বিকালে জাহাজটি পায়রা বন্দরের ইনারে পৌঁছায়। বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ। প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এটি ছেড়ে আসে। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, শনিবার জাহাজটি আউটারেজে পৌঁছায়। পরে বন্দরের পাইলট ইনারে নিয়ে আসেন। উল্লেখ্য, কয়লা সংকটে তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বন্ধ হয়ে গিয়েছিল।

 

সর্বশেষ খবর