মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অর্থ আত্মসাৎ মামলায় চারজনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সরকারি কোষাগার থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় উপজেলা হিসাব রক্ষক ও ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে ১৫ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বগুড়ার স্পেশাল জজ অম্লান কুমার জিষ্ণু এ রায় দেন। রায়ে আত্মসাৎ করা ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন। কারাদন্ড পাওয়া আসামিরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার সাবেক হিসাব রক্ষক খলিলুর রহমান, সোনালী ব্যাংক লিমিটেড দুপচাঁচিয়া শাখার সাবেক ক্যাশ অফিসার আবদুল বারী, আবদুস সালাম ও ইউনুস আলী।

বগুড়া দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানান, ভুয়া পেনশন হোল্ডার (পিপিও) তৈরি করে মাসিক ভাতা হিসেবে ওই টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে ২০১৫ সালে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ১৬ আগস্ট চার্জশিট জমা দেওয়া হয় আদালতে। রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর