বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নিজ ইউনিয়নে ভোট দিতে পারছেন না ৭ শতাধিক ভোটার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নিজ ইউনিয়নে ভোট দিতে পারছেন না ৭ শতাধিক ভোটার

টাঙ্গাইলের সখীপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের ইউনিয়ন ও ওয়ার্ডে ভোট দিতে পারছেন না ৭ শতাধিক ভোটার। ভোটারদের কাছে গিয়ে তাঁদের খোঁজখবর নিতে নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন ইউপি সদস্য প্রার্থীরা। উপজেলার কালিয়া ও বড়চওনা ইউনিয়নে যথাসময়ে ভোটার তালিকা সংশোধন না করায় এ দুর্ভোগের সৃষ্টি। এ নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নির্বাচনের পর এগুলো সংশোধন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের কচুয়া এবং বাশারচালার ৭৪৪ জন ভোটার নিজ ওয়ার্ডের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না। তাঁদের ভোট দিতে হবে ওই উনিয়নের পাশের ৮ নম্বর ওয়ার্ডের সাঁড়াশিয়া এলাকার ভোট কেন্দ্রে। এ ছাড়া বড়চওনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাপলাপাড়ার ১৪ জন ভোটারকে নিজ ইউনিয়ন ছেড়ে পাশের কালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোটার করা হয়েছে। নিজ ইউনিয়ন ও ওয়ার্ড ছেড়ে অন্য কেন্দ্রে গিয়ে তারা ভোট দেবেন কি না এ নিয়ে সংশয় রয়েছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। সোহেল রজত বলেন, ‘আমার বাড়ি ৬ নম্বর ওয়ার্ডে কিন্তু ভোটার করা হয়েছে ৮ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কতজন মেম্বার প্রার্থী, তাদের মার্কা কী কিছুই জানি না আমি। ১৭ তারিখে ভোট অথচ এখনো কোনো মেম্বার প্রার্থী আমার কাছে ভোট চাইতে আসে নাই।’ কালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমার ওয়ার্ডের ভোটার রয়েছে ১ হাজর ৬৩৩ জন। অন্যান্য ওয়ার্ড থেকে এসেছে প্রায় আট শ ভোটার। এদের নাম-ঠিকানা পাওয়া খুবই কষ্ট। বাড়িতে গিয়ে মহিলা ভোটার পাই কিন্তু পুরুষ ভোটার পাওয়া কঠিন।’ বড়চওনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাপলাপাড়ার ইউপি সদস্য প্রার্থী মো. বাবর আলী বলেন, ‘এক ইউনিয়নের মানুষ অন্য ইউনিয়নে গিয়ে ভোট দেবে এটা খুবই দুঃখজনক। আমার জানা মতে ১৪ জন নয়, আরও বেশি আছে ভোটার তারা কালিয়া ইউনিয়নে গিয়ে ভোট দেবে।’ অবিভক্ত কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম কামরুল হাসান বলেন, ‘তড়িঘড়ি ভোটার তালিকা সংশোধন করায় দুই ইউনিয়নের ভোটারদের এ দুর্ভোগ। এটা খুবই দুঃখজনক।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক বলেন, ‘নবগঠিত চারটি ইউনিয়নের ভোটার তালিকা একাধিকবার সংশোধন করা হয়েছে তার পরও যতটুকু অসংগতি আছে নির্বাচনের পর তা সংশোধন করে দেওয়া হবে। এখন আর সংশোধনের কোনো সুযোগ নেই।’

সর্বশেষ খবর