বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নারকেল গাছ নিয়ে তোলপাড়

শেরপুর প্রতিনিধি

শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় মরহুম অধ্যক্ষ ভাষাসৈনিক সৈয়দ আবদুল হান্নানের বাড়ির পুকুরে গত রবিবার রাতে একটি নারিকেল গাছ পড়ে যায়। ঘটনার পর থেকে এখন পর্যন্ত ওই গাছ পুকুরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। গাছটি পুকুরের মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে কেন, এ নিয়েই যত তোলপাড়। আশপাশের লোকজন বলেছেন, মূলের সঙ্গে থাকা মাটিসহ গাছটি পুকুরে চলে গেছে এবং অক্ষত দাঁড়িয়ে আছে। এ নিয়ে কৌতূলের শেষ নেই। এটা দেখতেই হুমড়ি খেয়ে পড়েছে অতি উৎসাহী মানুষ। বিষয়টি অলৌকিক, ভৌতিক ও প্রকৃতির খেলা মনে করে ওই নারিকেল গাছ দেখতে আসা মানুষের ভিড় সরানো যাচ্ছে না। অনেকেই রোগবালাই সারানোর জন্য বোতলে ওই পুকুরের পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। নিঃসন্তান দম্পতিরা সন্তারের আশায় ওই পুকুরের পানি খাচ্ছে। কুসংস্কার বাদী মানুষ নানা অ™ভূত কাণ্ড করছেন। শহর গ্রামে নানা গল্পের ডালপালায় বিষয়টি এখন শহরের টক অফ দ্যা টাউন। ঘটনার রং লাগিয়ে কেউকেউ আরও রঙিন করে মুখরোচক গল্প বানচ্ছেন। বেশি মানুষের আসা যাওয়ায় বেড়ে গেছে শহরের রিকশা ও অটোর ভাড়া। উৎসাহী মানুষের বক্তব্য গাছ পুকুরে পড়তে পারে কিন্তু এভাবে সোজা হয়ে থাকাটা অস্বাভাবিক। গাছ পড়ে গেছে কিন্তু একটু কাতচিৎ কেন হলো না। এটা জিন-পরির কাজ হতে পারে। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়েছে। এক নজর দেখতে হুমড়ি খেয়ে পড়েছে কৌতূহলি অসংখ্য নারী ও পুরুষ এবং শিশু-কিশোররা। নানা মাধ্যমে খবর পেয়ে দূর-দূরান্ত থেকেও মানুষ আসছে। টিকটিকও হচ্ছে। এ তুচ্ছ ঘটনায় বিপত্তিতে পড়েছে ওই বাড়ির মানুষ। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মানুষের ভিড়ে বাড়ির মানুষজন অতিষ্ঠ। অতি উৎসাহী মানুষের বাধার ভয়ে গাছটি কাটতেও সাহস পাচ্ছেন না বাড়ির মালিক।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর