বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সেনাবাহিনীর ঘর পেল দুই দরিদ্র পরিবার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির দুই দরিদ্র পরিবারকে নতুন ঘর তৈরি করে দিয়েছে সেনাবাহিনী। ঘরপ্রাপ্তরা হলেন মো. আবদুল খালেক ও মো. বাবুল মিয়া। তারা শহরের ভেদভেদীর পাড়া এলাকার বাসিন্দা। তাদের ঘরের চাবি হস্তান্তর করেন রাঙামাটি রিজিওনের জিএসও টু মেজর পারভেজ রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ জুন টানা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় রাঙামাটি শহরের ভেদভেদীর পাড়ার বাসিন্দা আবদুল খালেক ও বাবুল মিয়ার ঘরে আগুন লেগে যায়। পুড়ে যায় ঘর ও ঘরের আসবাবপত্র। খবর পেয়ে দ্রুত ছুটে যান রাঙামাটি রিজিওনের সেনা সদস্যরা। এ সময় রাঙামাটি রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন তাদের নতুন ঘর তুলে দেওয়ার আশ্বাস দেন। পরে মাত্র ৪০ দিনের মাথায় ঘর তৈরি করে করে দেয় সেনাবাহিনী। এ ব্যাপারে রাঙামাটি রিজিওনের জিএসও টু মেজর পারভেজ রহমান বলেন, সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খালা রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করে। বজ্রপাতে যাদের ঘর পুড়ে গেছে তারা খুবই দরিদ্র। বিষয়টি রাঙামাটি রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিনে দৃষ্টিগোচর হয়। তাঁর নির্দেশে ওই দরিদ্র পরিবারগুলোকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর