শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কমানোর ঘোষণার পরও বাড়তি দামে তেল বিক্রি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিন তেলের দাম। এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও সয়াবিনের দাম কমার ঘোষণা দেন ব্যবসায়ীরা। ঘোষণার পরও হিলিতে নতুন মূল্যে মিলছে না তেল। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অবিলম্বে কম মূল্যের তেল পাওয়ার দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের দাবি, তারা নতুন মূল্যের তেল না পাওয়ায় বাড়তি দামেই বিক্রি করা হচ্ছে।

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স আ্যসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার থেকেই নতুন মূল্য কার্যকর হওয়ার কথা বলা হয়েছিল। হিলি বাজারে তেল কিনতে আসা মিনহাজুল ইসলাম বলেন, টিভিতে দেখলাম সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমানো হয়েছে। গতকাল বাজারে তেল কিনতে এসে দাম কমার কোনো লক্ষণ দেখছি না। কোনো          দোকানেই নতুন দামে তেল পাওয়া যাচ্ছে না। অন্য ক্রেতা লুৎফর রহমান বলেন, দাম বাড়ার ঘোষণা দিলে সঙ্গে সঙ্গেই দাম বেড়ে যেত। তখন নতুন তেল আসা লাগত না। এসব ব্যবসায়ীদের কারসাজি।

সর্বশেষ খবর