শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দুটি হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দুটি হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন গতকাল এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার আমিনুর ইসলাম, আবদুল কুদ্দুস, আবদুল হান্নান, মানিকের ছেলে আনোয়ার, দুদু, ঘুটু আলম ও আক্কেলপুরের ইয়াছিন আলী।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার হিচমী ফকিরপাড়ার রজব আলীর ছেলে আবদুুল আলিম কড়ই কাদিপুর গ্রামের একটি পুকুরে পাহারাদারের চাকরি করতেন। ২০০৯ সালের ৭ মার্চ রাতে আসামিরা চুরি করে ওই পুকুরে মাছ ধরতে চাইলে আলীম বাধা দেন। এ সময় বাগবিতন্ডা হয় একপর্যায়ে আসামিরা এলোপাতাড়ি পিটিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী হত্যা মামলা করেন। অন্যদিকে পারিবারিক কলহের জেড়ে আক্কেলপুরের লক্ষ্মীভিটা গ্রামের গৃহবধূ জোলেখাকে হত্যার দায়ে স্বামী ইয়াসিন আলীকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।

সর্বশেষ খবর