শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা আই হসপিটালের সেবায় খুশি তারা

কুমিল্লা প্রতিনিধি

বসুন্ধরা আই হসপিটালের সেবায় খুশি তারা

কুমিল্লার বরুড়ায় হরিপুর আগানগর উচ্চবিদ্যালয়ে নিখরচায় চোখের চিকিৎসা পেয়েছেন ১৬০০ মানুষ। গতকাল সকাল ৮টা থেকে শুরু হয় চিকিৎসাসেবা কার্যক্রম। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সেবা দেওয়া হয়েছে। এদিন সকালে বিদ্যালয়মাঠে গিয়ে দেখা যায়, দলে দলে মানুষ আসছেন চিকিৎসা নিতে। বরুড়ার খোশবাস উত্তর, খোশবাস দক্ষিণ ও পয়ালগাছা ইউনিয়নের চক্ষু রোগীদের সেবা দেওয়া হয়। তাদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৪১ রোগীকে বসুন্ধরা আই হসপিটালে বিনামূল্যে অপারেশন করা হবে। হরিপুর গ্রামের বৃদ্ধা সালেহা বেগম জানান, চোখে অনেকদিন ধরে ছানি পড়ে আছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। আজ অপারেশন হয়েছে সে জন্য খুশি।

সর্বশেষ খবর