শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দুই সরকারি স্কুলের নতুন ভবন নির্মাণে অগ্রগতি নেই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দুই সরকারি স্কুলের নতুন ভবন নির্মাণে অগ্রগতি নেই

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের দুটি সরকারি উচ্চবিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন ভবন ভেঙে ফেলার পর পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মিত হয়নি নতুন ভবন। ফলে বিদ্যালয় দুটির শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। আর শ্রেণি কক্ষের অভাবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে গল্পগুজবে সময় পার করছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, শিক্ষার মানসম্মত পরিবেশের জন্য ভৌত অবকাঠামো নির্মাণ করতে উদ্যোগ গ্রহণ করে সরকার। পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের পুরাতন ভবন অনুপযোগী হওয়ায় তা ভেঙে চাহিদাভিত্তিক ১০ তলা নতুন স্কুলভবন নির্মাণের কাজ ২০২০ সালে শুরুর কথা থাকলেও করোনাসহ নানা অজুহাতে সে ভবনের নির্মাণ কাজ এখনো শুরু করা হয়নি। এতে স্কুল ভবনে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।

সর্বশেষ খবর