রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জমজমাট নৌকার হাট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

জমজমাট নৌকার হাট

বর্ষার মৌসুমের শুরুতে দাউদকান্দি-মেঘনা ও তিতাস উপজেলার বিভিন্ন হাটে নৌকা বিকিকিনি জমে উঠেছে। জ্যৈষ্ঠ ও আষাঢ় দুই মাস বর্ষাকাল হলেও কুমিল্লা অঞ্চলে নিচু এলাকার জমি ও খাল-বিলে পানি থাকে প্রায় চার মাস। এ সময়ে জনসাধারণের চলাচলের অন্যতম মাধ্যম নৌকা। এখানকার কারিগরেরা কয়েক মাস ধরে নৌকা তৈরি করে অপেক্ষায় থাকেন বর্ষা মৌসুমের। অনেকে এখনো নৌকা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন। সরেজমিনে দাউদকান্দি ও মেঘনা এবং তিতাসে হাটগুলোতে দেখা যায়, প্রতিটি বাজারেই নৌকা বিকিকিনি হচ্ছে। তবে এখনো পুরো দমে বিক্রি শুরু হয়নি বলে ব্যবসায়ীরা জানান। অতি বৃষ্টি ও বর্ষার পানি আরও বাড়লে নৌকা বিক্রিও বাড়বে। গৌরীপুর বাজারের নৌকা হাটের ইজারাদার জানান, এবার এখনো নৌকার বাজার পুরোপুরি জমে ওঠেনি। নৌকা বিক্রি করতে আসা হোমনার ডুমুরিয়া গ্রামের শংকর দাস জানান, প্রতি বছর বর্ষার শুরুতে নৌকা বিক্রি শুরু হয়। এবার তেমন সাড়া পাওয়া যায়নি। আশাবাদী এ মৌসুমে নৌকার ভালো বেচাকেনা হবে। তিনি বলেন, এবার আমি বিক্রির জন্য ছোট-বড় ২৩টি নৌকা বানিয়েছি। এখনো ১৩টি বিক্রি করতে পারিনি। ব্যবসায়ী রতন সাহা জানান, এবার তেমন বৃষ্টি না হওয়ায় নৌকার হাট ভালো জমেনি। বিভিন্ন বাজারে ছোট ডিঙি নৌকা ১০-১১ হাজার, মাঝারি সাইজের নৌকা ২২-২৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কয়েকজন বিক্রেতারা জানান, তারা বর্ষার তিন মাস নৌকা বিকিকিনি করে থাকেন। বছরের অন্যান্য সময়ে কৃষিকাজ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর