রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে প্রতিবন্ধীসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা দেওয়ার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের উদ্যোগে সাইট সেভার্স এর সহযোগিতায় সদর উপজেলার অরবিট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে ২৩ জন শিক্ষক অংশ নেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়শ্রী সাহা, প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলতাফ হোসেন, সাইটসের্ভাস-এর জেলা সমন্বয়কারী রিংকু ইম্মানুয়েল কস্তা, সিডিডির সিনিয়র সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ও ইনক্লুসিভ এডুকেশন অফিসার আরিফুল ইসলাম। সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা পাল বলেন, প্রতিবন্ধী শিশুদের যুগপোযোগী শিক্ষা দিতে হলে প্রথমে শিক্ষকদের জানতে হবে। আর সরকারের পাশাপাশি এই কাজটি করছেন সিডিডি। অর্থাৎ শিক্ষকদের শেখাচ্ছেন। যা প্রথমিক শিক্ষা ক্ষেত্রেও একীভূত শিক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকরা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের পারদর্শী হতে হবে। তাহলেই প্রতিবন্ধী শিশুদের সুন্দরভাবে শিক্ষা দিতে পারবে। আমার বিশ্বাস আজকের প্রশিক্ষণে শিক্ষকরা যে জ্ঞান লাভ করবে, তা শত শত প্রতিবন্ধী শিশুর মধ্যে ছড়িয়ে পড়বে।

সর্বশেষ খবর