রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নওগাঁয় সবজি রক্ষায় রাত জেগে খেত পাহারা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় সবজি রক্ষায় রাত জেগে খেত পাহারা

ক্ষতিগ্রস্ত একটি পটোল খেত

নওগাঁর বদলগাছী উপজেলার দোনইল গ্রামের কৃষকদের বিভিন্ন সবজি খেত দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কেটে নষ্ট করে দিচ্ছে দুর্বৃত্তরা। বাধ্য হয়ে রাত জেগে খেত পাহারা দিচ্ছেন কৃষকরা। জানা যায়, সব শেষ গত ১২ জুলাই দিবাগত রাতে দোনইল গ্রামের একজন কৃষকের ৮-১০ কাঠার পটোল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পটোল খেত কেটে ফেলার পর ওই গ্রামের কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আলোচনার মাধ্যমে দিন-রাত খেত পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে চলতি বছর দোনইল গ্রামের খয়বর আলীর ছেলে জাইদুল ইসলামের ১০ কাঠার সবজি নষ্ট করে দেওয়া হয়েছে। এ ছাড়া শবির উদ্দীনের এক বিঘা এবং বেলাল হোসেন, দেলশাদ হোসেন, ভোদন, আবদুস সালাম, আজিজুল ইসলামসহ বিভিন্ন কৃষকের ফসল নষ্ট করা হয়েছে। কৃষক বেলাল হোসেন বলেন, আমরা কষ্ট করে সবজি আবাদ করি। যখন বাজারে বিক্রির উপযোগী হয় ঠিক তখন গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে। এতে এলাকার কয়েকজন কৃষকের পথে বসার অবস্থা হয়েছে। এমনকি বাড়ি ছেড়ে সবজির মাঠ পাহারা দিতে হচ্ছে। আমরা ফসল নিয়ে খুব আতঙ্কিত আছি। কয়েকজন কৃষক বলেন, যেসব কৃষকের খেতে ফলন বেশি হচ্ছে বা যিনি বেশি লাভবান হচ্ছেন তাদের ফসলই নষ্ট করা হচ্ছে। কৃষক জাহিদুল ইসলাম বলেন, এ বছর প্রথম দিকে পটোল খেত কেটে দিয়েছিল। আবার নতুন করে চাষাবাদ শুরু করি। আবারও গভীর রাতে ১০ কাঠার পটোল গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

সর্বশেষ খবর