রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আলো ছড়াচ্ছে পদ্মা লাইব্রেরি

ঠাকুরগাঁও প্রতিনিধি

আলো ছড়াচ্ছে পদ্মা লাইব্রেরি

ঠাকুরগাঁও সদর উপজেলার বাসুদেবপুর গ্রামে আলো ছড়াচ্ছে পদ্মা লাইব্রেরি। প্রত্যন্ত এলাকার অনেকে নিয়মিত বই পড়তে যান এ লাইব্রেরিতে। সাহিত্য, বিজ্ঞান, ইতিহাসসহ নানা বিষয়ে ২ হাজারের বই রয়েছে এখানে। বইয়ের প্রতি পাঠকের আগ্রহ বাড়াতে লাইব্রেরিটি গড়ে তোলেন গ্রামের বাসিন্দা প্রদীপ রায়। গ্রামাঞ্চলে লাইব্রেরি একবারেই অপ্রতুল। পাঠ্যপুস্তকের বাইরের বই সম্পর্কে প্রত্যন্ত এলাকার শিশু-কিশোরদের তেমন ধারণা নেই। তাদের বই পড়ায় আগ্রহী করতে ঠাকুরগাঁও সদর উপজেলার বাসুদেবপুর গ্রামে গড়ে তোলা হয়ে ‘পদ্মা লাইব্রেরি’। গ্রামের বাসিন্দা প্রদীপ রায় ২০২০ সালে লইব্রেরিটি গড়ে তোলেন। তার এ উদ্যোগ অল্প দিনেই বেশ সাড়া ফেলেছে। ২ হাজারের মতো বই রয়েছে এখানে। আছে সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, সংবাদপত্র, শিশুসাহিত্যসহ নানা বিষয়ের বই। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক ও বঙ্গবন্ধুকে নিয়ে নানা বই আছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ এখন সুযোগ পেলেই পদ্মা লাইব্রেরিতে বই পড়তে আসেন। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে লাইব্রেরিটি আরও সমৃদ্ধ হতে পারে বলে মনে করেন সেখানে কর্মরতরা। সব বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান। গতকাল ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য খোলা থাকে পদ্মা লাইব্রেরি।

সর্বশেষ খবর