রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বাল্যবিয়ে দেওয়ায় কনের বাবাকে জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলিতে নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে স্বামীর বাড়িতে পাঠাবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

হিলির আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাকিমপুরের ইউএনও অমিত রায়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, বাওনা গ্রামে এক কিশোরীকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে এমন খবর পান তারা। এ খবরের ভিত্তিতে শনিবার (গতকাল) দুপুরে কনের বাড়িতে গিয়ে জানতে পারি ইতোমধ্যে বিয়ে সম্পন্ন হয়ে গেছে। মেয়ের বাবা ঘটনার সত্যতা স্বীকার করায় তাকে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর