রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তিন দফা বাস্তবায়ন না হলে পেট্রল পাম্প বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

তিন দফা বাস্তবায়ন না হলে আগামী ১ আগস্ট থেকে সব পেট্রল পাম্প বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পেট্রল ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটি। গতকাল বেলা ১১টায় বগুড়া শহরের বেতগাড়ী বনানী সংগঠন কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান। সংবাদ সম্মেলনে তিনি তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির ইকোনমিক লাইফ ৫০ বছর করতে হবে, জ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫% করতে হবে ও জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে। সংবাদ সম্মেলনে আবদুল জলিল, আবদুল আওয়াল, মনিরুল হক, খায়রুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর