রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাতে ভয়ংকর হয়ে ওঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

এম এ শাহীন, সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ প্রায় চার কিলোমিটার। সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতু পর্যন্ত সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, সাংবাদিক, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রক্ষা পাচ্ছে না ছিনতাইকারীদের কবল থেকে। রাত হলেই মহাসড়কের এ অংশটুকু ভয়ংকর হয়ে ওঠে ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেও নিয়ন্ত্রণ করতে পারছেন না হাইওয়ে পুলিশ। সর্বশেষ শুক্রবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় হজ ফেরত মা-ছেলেকে বহন করা মাইক্রোবাস আটকে প্রায় এক লাখ টাকা ও পাসপোর্ট, মোবাইল ফোন, ক্রেডিট কার্ডসহ মালামাল লুট করে নিয়ে গেছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকারীরা। মহাসড়কের সাইনবোর্ড থেকে হজ ফেরত যাত্রীদের  ধাওয়া করে সড়কে ব্যারিকেট দিয়ে এ ছিনতাই করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। এক বছরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সেনাসদস্যসহ দুজন নিহত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। জানা গেছে, মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতু পর্যন্ত সীমানার মধ্যে পাঁচটি স্পটে ছিনতাই হচ্ছে। স্পটগুলো হলো, সাইনবোর্ড ও সানারপাড় বাসস্ট্যান্ডের মাঝামাঝি বাগদাদ টেক্সটাইল মিলস, পিডিকে সিএনজি পাম্প সংলগ্ন, সানারপাড় থেকে মৌচাক বাসস্ট্যান্ডের মাঝখানে, মৌচাক থেকে মাদানীনগর বাসস্ট্যান্ডের মাঝখানে ও কাঁচপুর সেতুর নিচে আন্ডারপাস সড়কে।  চলতি বছরে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে কমপক্ষে শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের টহল থাকা সত্ত্বেও অহরহ ঘটছে ছিনতাইর ঘটনা। কিছু ঘটনার মামলা হলেও অধিকাংশ যাত্রী দূর-দূরান্ত এলাকার হওয়ায় আইনের আশ্রয় নিচ্ছেন না। ফলে এসব ঘটনা আড়ালেই থেকে যায়। জানা গেছে, গত শুক্রবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় হজ ফেরত মা মোসা বেগম ও ছেলে মো. শাহজাহান বহন করা মাইক্রোবাস দিয়ে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় যাচ্ছিল।

তাদের বহন করা গাড়িটি মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে হজ ফেরত যাত্রীদের ধাওয়া করে সড়কে ব্যারিকেট দিয়ে অস্ত্রধারী ছিনতাইকারীরা প্রায় এক লাখ টাকা ও পাসপোর্ট, মোবাইল ফোন, ক্রেডিট কার্ডসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ জুলাই রাতে সানারপাড় বাসস্ট্যান্ড থেকে দুটি মোটরসাইকেলযোগে চারজন ছিনতাইকারী এক মহিলা যাত্রীর কাছ থেকে নগদ আট হাজার টাকা ও একটি স্মাট ফোন সেট নিয়ে যায়। ১০ জুলাই রাতে মহাসড়কের ১০ তলা ভবন মাদানীনগর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন পাইনাদী নতুন মহল্লার বাসিন্দা শিলা আক্তার। তিনি জানান, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে এসে রাত ১২ টায় গাড়ি থেকে মাদানীনগরে নামেন। এ সময় একদল ছিনতাইকারী এসে ছুরির ভয় দেখিয়ে মোবাইল সেট, স্বর্ণালংকার, নগদ টাকা ও লাকেজ নিয়ে যায়। এ ছাড়াও গত ১২ জুন রাত সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কাঁচপুর সেতুর নিচে পৌঁছলে  দুটি মোটরসাইকেল দিয়ে আসা ৬ জন ছিনতাইকারী বাসচালক মো. শিপন মিয়া ও হেলপার রনি শেখকে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি ও মারধর করে ওই দিনের আয় ছিনিয়ে নেয়। এ ঘটনায় চালক শিপন মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় গত ১৩ জুন অভিযোগ করেন। এ ছাড়াও গত ১০ জুলাই রাতে কাঁচপুর সেতুর পশ্চিমপাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয় আরমানুল ইসলাম রোহান নামে একজন। এ সময় তার ভাই আরমানুল ইসলাম রিপন ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় মামলা হওয়ার পর ১২ রাতে জেলা ডিবি পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এর আগে মৌচাক এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি  মো. আসাদুজ্জামান নূর। তিনি থানায় জিডি করলে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া নগদ টাকা ও স্মার্ট মোবাইল উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ছাড়াও গত ১৩ জানুয়ারি দিবাগত রাত ৩টায় আমেরিকা ফেরত প্রবাসী সাংবাদিক মো. আরিফ হোসেন সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাত দল নগদ ৫ হাজার ১২০ ইউএস ডলার, মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কোনো মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি। গত বছরের ১৫ জানুয়ারি রাত সাড়ে ৩টায় পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্টে কর্মরত সৈনিক শাহীন আলম সাত দিনের ছুটি ভোগ করার জন্য নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়ে তার বন্ধু ফারহাবিরের বাসায় যাচ্ছিলেন। পথে মাদানীনগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন। জানতে চাইলে ছিনতাইর ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই দাবি করে সাইনবোর্ড ও কাঁচপুর সেতু পর্যন্ত মহাসড়কের দায়িত্বে থাকা কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই একে.এম শরফুদ্দিন বলেন, ছিনতাই প্রতিরোধে রাতে মহাসড়কে হাইওয়ে পুলিশের একটি টহল টিম কাজ করছে। আরেকটি টিম দেওয়ার প্রক্রিয়া চলছে। ছিনতাই প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।  সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। সবসময় এ সড়ক দিয়ে বিভিন্ন জেলার মানুষ যাতায়াত করে। সড়কে বিভিন্ন ধরনের অপরাধ হয়। ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চেষ্টার কোনো ত্রুটি নেই।

সর্বশেষ খবর