সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নোবিপ্রবির প্রধান ফটকে তালা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) নাম অপরিবর্তিত রেখে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান ডিগ্রিতে পরিবর্তনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে দাবি আদায়ে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় ঘটনাস্থলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। উপাচার্য অধ্যাপক আবদুল বাকী বলেন, আমরা ইউজিসিতে একটি চিঠি পাঠিয়েছিলাম। শিক্ষার্থীরা সেই চিঠি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী নতুন একটি চিঠি ইউজিসিতে পাঠাব।

সর্বশেষ খবর