সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জাতীয়করণের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা

হিলি প্রতিনিধি

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে দিনাজপুরের হিলিতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করেছেন শিক্ষকরা। গতকাল সকালে স্কুলে এসে ছাত্র-ছাত্রীদের বাড়ি ফিরে যেতে হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করেন এই প্রতিষ্ঠানের শিক্ষকরা। একইভাবে উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এদিকে উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে বাংলাহিলি পাইলট স্কুল আ্যন্ড কলেজে বৈঠক হয়েছে। এতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ দুজন করে শিক্ষকের ঢাকায় চলা আন্দোলনে যোগ দিতে  সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন,  নানা বৈষম্য দূরীকরণের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে আন্দোলন করছেন শিক্ষকরা।

সর্বশেষ খবর