মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চার জেলায় সড়কে নিহত ৫

প্রতিদিন ডেস্ক

চার জেলায় সড়কে নিহত ৫

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন। রবিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া : বগুড়ায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। নিহতরা হলেন-  সদর উপজেলার আরিফ রহমান ও সিএনজিচালক বাঘোপাড়ার বাপ্পি হোসেন। দিনাজপুর : চিরিরবন্দরে রিকশাভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত হয়েছেন ইজিবাইকের যাত্রী হাসান আলী (৫৪)। রবিবার রাতে রানীরবন্দর-চিরিরবন্দর সড়কের সাঁইতাড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী উপজেলার রানীরবন্দর দারুল ইসলাম আলিম মাদরাসার প্রধান শিক্ষক। গাইবান্ধা : সাদুল্যাপুর থেকে গরু নিয়ে হাটে যাওয়ার পথে ভটভটি উল্টে তছির উদ্দিন (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে ঘটনাস্থলে মারা গেছে একটি গরু। গতকাল ভোরে রংপুর মেডিকেলে তার মৃত্যু হয়। ভোলা : চরফ্যাশন উপজেলার কাসেমগঞ্জে গতকাল সকালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কালু খাঁ (৬৫) নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। নিহত কালু খাঁ (৬৫) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর